দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। সাত কর্মদিবস ধরে প্রধান সূচকের পতন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 13 August 2025

সাত কর্মদিবস ধরে প্রধান সূচকের পতন


অর্থনীতি ডেস্ক :

গত ছয় কর্মদিবসের মতো আজ বুধবার (১৩ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স কমেছে এক দশমিক ১১ পয়েন্ট। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।


শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুর প্রথম ৭ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচক পতনে আসে। লেনদেন শুরুর প্রথম ৫৬ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ৯ পয়েন্ট। 


পরে ফের উত্থানে ফিরে আসে সূচক। লেনদেন শুরুর প্রথম ৩ ঘন্টা ১ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪০ পয়েন্ট। এরপর লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয় ১ দশমিক ১১ পয়েন্ট। দিনশেষে সূচক কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩১৪ দশমিক ৩৩ পয়েন্টে। 


অপরদিক, টানা তিনদিনের উত্থান পর গত সাত কর্মদিবস ধরে সূচক ডিএসইএক্স পতন চলছে। গত সাত কর্মদিবসে ডিএসইএক্সের পতন হয় ২২২ পয়েন্ট। গত ৩ আগস্ট ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৫৩৬ দশমিক ১৪ পয়েন্টে। এর আগে তিন কর্মদিবস সূচকটির উত্থান হয় ২৩৭ পয়েন্ট। গত ২৯ জুলাই ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ২৯৮ দশমিক ৪৬ পয়েন্টে। 


আজ ডিএসইএস সূচক তিন দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ১৫৫ দশমিক ৮১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক পাঁচ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ৫৭ দশমিক ১৬ পয়েন্টে। আজ লেনদেন হয়েছে ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। 


আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ১০ হাজার ৪০৮ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল সাত লাখ ১০ হাজার ৬৫২ কোটি ৫০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২১টির এবং কমেছে ২০৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।


আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৫৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৯ কোটি ৯৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ৯৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ১৬ কোটি ৫২ লাখ টাকা, রহিমা ফুডের ১৫ কোটি ৬৭ লাখ টাকা এবং সিটি ব্যাংকের ১২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। 


আজ বুধবার দর কমার শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৯৭ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।