দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। পাবনায় ট্রিপল মার্ডারের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 25 August 2025

পাবনায় ট্রিপল মার্ডারের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড


আইন আদালত :

পাবনায় আলোচিত অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা খাতুন ও তাদের পালিত কন্যা সানজিদা ওরফে জয়াকে হত্যার দায়ে তানভীর হোসেন নামের একজনকে মৃত্যদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 


একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং চুরির অপরাধে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. তানভীর আহমেদ সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন। 


২০২০ সালের ৩১ মে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।দণ্ডাদেশপ্রাপ্ত তানভীরের বাড়ি নওগাঁ জেলার হরিপুর পূর্বপাড়ায়। আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল জব্বার, তার স্ত্রী ছুম্মা খাতুন ও পালিত কন্যা সানজিদা ওরফে জয়া শহরে দিলালপুর এলাকায় একটি বাসা ভাড়া করে থাকতেন। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় তানভীর হোসেনের। 


তিনি পাশেই চালের ব্যবসা করতেন। একপর্যায়ে আব্দুল জব্বারের পরিবারের সদস্যদের সঙ্গে তানভীরের ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাকে তারা সন্তানের মতো স্নেহ করতে থাকেন এবং ব্যাংক লেনদেনসহ পরিবারের নানা কাজকর্মে তানভীর তাদের সহযোগিতা করতেন। 


এই সুযোগে ২০২০ সালের ৩১ মে গভীর রাতে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার লুটের জন্য তানভীর তাদের ধারালো অস্ত্রের সাহায্যে হত্যা করে। এরপর তিনি টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যান। পরে পুলিশ তাকে নওগাঁ থেকে গ্রেপ্তার করে।