দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মালদ্বীপ এ হুলোমালে থেকে নিখোঁজ ১২ বছরের তরুণী - durontobd

সংবাদ শিরোনাম

Friday, 11 August 2023

মালদ্বীপ এ হুলোমালে থেকে নিখোঁজ ১২ বছরের তরুণী

কাজী তৌহিদ মালদ্বীপ থেকে :
মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী দ্বীপ হুলোমালে থেকে নিখোঁজ ১২  বছর বয়সী আয়েশা বিনতে মাহমুদ রিয়াজ নামে এক তরুনী আয়েশা বিনতে মাহমুদ রিয়াজ,বুধবার ৯ আগস্ট সন্ধ্যা ছয়টার পর হুলোমালে থেকে নিখোঁজ হোন।


হুলোমালে থেকে নিখোঁজ হওয়া ১২ বছরের আয়েশা বিনতে মাহমুদ রিয়াজ নামে এই তরুণীর সন্ধান চেয়েছে তার পরিবার। বৃহস্পতিবার ১০ আগস্ট  দুপুর একটার সময় হুলোমালে থেকে নিখোঁজ তরুণীর রিপোর্ট পাওয়ার বিষয়টি মালদ্বীপ পুলিশ সার্ভিসের ফেসবুক ভেরিফাই পেইজে নিশ্চিত করেছেন।এবং তারা তল্লাশি অভিযান শুরু করেছে।
 

এ ব্যাপারে নিখোঁজ তরুনীর পরিবার পুলিশের মাধ্যমে তাদের মেয়েকে খোঁজে পাওয়ার জন্য একটি সর্বজনীন আবেদন করেছে, কোনো হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকলে ও  তার অবস্থান সম্পর্কে যে কারো কাছে কোনো তথ্য থাকলে নিচে দেওয়া  মুঠোফোন নম্বরে (9742709)  (৯৭৪২৭০৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


তথ্যসূত্র মালদ্বীপের পুলিশ সার্ভিস এর ভেরিফাই ফেসবুক পেইজ, ও স্থানীয় গণমাধ্যম।