নওগাঁর সাপাহারে দাখিল ও সমমান পরীক্ষা চলাকালীন ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে সরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার জন্য এই ভুয়া পরীক্ষার্থীরা কেন্দ্রে এসেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেনের নির্দেশে তাদের আটক করে বহিষ্কার করা হয়।
পরীক্ষার্থীদের প্রবেশপত্রে দেওয়া স্বাক্ষর ও ছবি যাচাই করে ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করা হয়।
ওই কেন্দ্রের সকল পরীক্ষার্থীর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। প্রকৃত ভুয়া পরীক্ষার্থীর সংখ্যা ও অনিয়মের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।