দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিপিএল প্লেঅফের সূচিতে পরিবর্তন - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 20 February 2024

বিপিএল প্লেঅফের সূচিতে পরিবর্তন


খেলার প্রতিনিধি :

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেঅফের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল ও মিডিয়া হাউজ গুলোকে অতি সম্প্রতি এ বিষয়টি অবহিত করা হয়েছে।


পরিবর্তিত সূচি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। পূর্বে এই দুটি ম্যাচ ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলো।


২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। পূর্বে এই ম্যাচ ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


প্লেঅফের সকল ম্যাচের জন্য একদিন রিজার্ভডে রাখা হয়েছে। অপরিবর্তিত রয়েছে ১ মার্চ অনুষ্ঠিতব্য ফাইনালের তারিখ।