দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু 'বজ্রপাতে' - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, 15 May 2025

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু 'বজ্রপাতে'


জেলার খবর :

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে রিয়াদ হোসেন (৩২) নামে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছেন। এ সময় আনসার সদস্যসহ আরো ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত ২টায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।


মৃত রিয়াদ হোসেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের দাঁতভাঙ্গা বিওপির সিপাহি। আহতরা হলেন- বিজিবি সদস্য হাবিলদার মো. জসিম (৫২), সিপাহি নাদিম (২৮), সিপাহি শাহীন (২৮) ও আনসার সদস্য ফেরদৌস হোসেন (৩৬)।


দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম তথ্যটি নিশ্চিত করেছেন ।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ২টায় দিকে রৌমারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ এলাকার খেতারচর সীমান্তে টহল দিচ্ছিল একদল বিজিবির সদস্য। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়েন তারা।


পরে বজ্রপাতে ১ আনসার ও ৪ জন বিজিবি সদস্য গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদেরকে রৌমারী হাসপাতালে নেওয়া হয়। এ সময় রিয়াদ হোসেন নামে এক বিজিবির সদস্যের মৃত্যু হয়। গুরুতর আহত অন্যদের মধ্যে ২ জনকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।বাকি দুজন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নবিউল ইসলাম জানান, বজ্রপাতের শিকার হয়ে এক বিজিবি সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। গুরুতর আরো ২ জন বিজিবি সদস্যের অবস্থার অবনতি হলে তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিদের রৌমারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।