দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ‘যুদ্ধবিরতি এখন কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না’ - ট্রাম্প - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 24 June 2025

‘যুদ্ধবিরতি এখন কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না’ - ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর। আজ মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’


এর আগে একই প্ল্যাটফর্মে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ও ইসরায়েল ‘পুরোপুরি ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পরই মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়।


তবে ইরানের অবস্থান ছিল খানিক ভিন্ন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক পোস্টে জানান, এখনও যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তিনি বলেন, ‘তেহরানের স্থানীয় সময় ভোর ৪টার মধ্যে যদি ইসরায়েল তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে ইরানের পক্ষ থেকেও আর পাল্টা হামলার কোনো ইচ্ছা থাকবে না।’


অন্যদিকে আজ দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর মিলেছে। ইসরায়েলি হামলায় ইরানে এক পরমাণু বিজ্ঞানী নিহত হন। অপরদিকে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অন্তত চারজন প্রাণ হারান।


তবে ইরান ও ইসরায়েলের শীর্ষ গণমাধ্যমগুলো—প্রেস টিভি, চ্যানেল টুয়েলভ এবং ওয়াইনেট—সবকটিই দাবি করছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।


বিশ্লেষকদের মতে, দুই পক্ষ যুদ্ধবিরতির পথে গেলেও পরস্পরের ওপর অবিশ্বাস এবং পাল্টা প্রতিক্রিয়ার শঙ্কায় উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। সংঘর্ষ থামানোর ক্ষেত্রে ট্রাম্প নিজের কৃতিত্ব দেখালেও মাটিতে বাস্তবতা অনেকটাই জটিল রয়ে গেছে।