দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন - হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 19 July 2025

৩৯তম জাতীয় ব্যাডমিন্টন - হ্যাটট্রিক শিরোপা সোয়াদের, নতুন রানি নাছিমা


খেলার রিপোর্ট :
অনেক দিন পর পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে শাটলারদের আগমনে সাজ সাজ রব। দিনকয়েক ধরে এমন উৎসবমুখর চিত্র। আজ শনিবার ছিল ৩৯ তম জাতীয় ব্যাডমিন্টনে আকর্ষণীয় এককের লড়াই। সেখানে ছেলেদের  এককে হ্যাটট্রিক শিরোপা জিতেছেন খন্দকার আবদুস সোয়াদ। নারী এককে প্রথমবার জিতেছেন নাছিমা খাতুন। দুজনেই উঠে এসেছেন পাবনা থেকে। 

বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ জাতীয় চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে হারিয়েছেন। 


হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে সোয়াদ বলছেন, ‘চোটের জন্য এক মাস প্র্যাকটিস করতে পারিনি। ফিরে এসে নিজেকে প্রমাণের চাপ ছিল। আয়মান ভাই এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, অন্যরাও ভালো খেলেছেন। এই প্রতিযোগিতা সহজ ছিল না। অন্যবারের চেয়ে কঠিনই ছিল।’

নারী এককের ফাইনালে ঊর্মি আক্তার হ্যাটট্রিক শিরোপা জিততে পারেননি। নাছিমার কাছে ফাইনালে হেরেছেন  ১২-২১, ২১-১৭ ও ২১-১৭ গেমে। নাছিমা খেলছেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে, আছেন সৈনিক পদে। ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে পড়ুয়া শাটলার বলেছেন,‘প্রথম গেম হারলেও আত্মবিশ্বাস হারাইনি। জানতাম পারবো। এখন লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য। এসএ গেমসে চাই পদক জিততে।’