শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে ফিরেছে বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে কাল সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট খেলতে নামবে লাল-সবুজের দল, টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সেখানে মিরপুরের উইকেট নিয়েই রসিকতাই করলেন তিনি। তিনি বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে উইকেট ভালোই। তবে কতটা ভালো সেটা ম্যাচের বল খেলতে গিয়েই বোঝা যাবে।’ লিটন বলেন, ‘দেখেন, মিরপুরের উইকেটে খেললে একটা উদ্বেগ তো থাকেই। তবে আমার যা ক্যারিয়ার, আমি যদি বোলার হতাম, তাহলে মিরপুরে খেললে আমার ক্যারিয়ার অনেক বড় হতো।’
ধারাবাহিকভাবে পারফর্ম করার চেষ্টা করছেন জানিয়ে লিটন বলেন, ‘গত দশ বছর ধরেই তো এভাবে খেলছি। আর কত সেট হব! পারফর্ম করতে পারছি না-এটিই আসল কথা। ধারাবাহিকভাবে পারফর্ম করার চেষ্টা করছি। অনুশীলনে কোনো ঘাটতি ছিল না, ভবিষ্যতেও থাকবে না।’ পাকিস্তানের বিপক্ষে সিরিজ সহজ হবে না জানিয়ে লিটন বলেন, ‘এই সিরিজটা মোটেও সহজ হবে না। তাদের দলে রহস্য স্পিনার আছে, যারা ভালো বল করতে পারে। আমাদের জন্য চ্যালেঞ্জ থাকবেই। মিরপুরে সব সময় চ্যালেঞ্জিং হয়। একসঙ্গে ভালো ক্রিকেট খেলতে হয়, এই চ্যালেঞ্জ নিয়েই নামতে হবে।’