বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি আয়োজনের জন্য স্পোর্টস মার্কেটিং পরামর্শক নিয়োগের আগ্রহপত্র জমা দেয়ার দিনক্ষণ শেষ হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মোট পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে, যার মধ্যে চারটিই বিদেশি। গত ১০ই জুলাই বিপিএল আয়োজনে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে আগ্রহ জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।
বিজ্ঞপ্তিতে সাড়া দেয়া পাঁচটি প্রতিষ্ঠান হলো: অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি লিমিটেড, এবং ট্রান্সপোর্ট গ্রুপ। আগ্রহী এই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে বিসিবি একটি সংক্ষিপ্ত তালিকা করবে। তাদের কাছে বিস্তারিত প্রেজেন্টেশন ও অর্থনৈতিক প্রস্তাব চাওয়া হবে। আজ ও আগামীকাল আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রেজেন্টেশন দেয়ার কথা রয়েছে। এরপর টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব্ব চূড়ান্তভাবে একটি প্রতিষ্ঠানকে দেবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশী থ্রিলার বই
জানা গেছে, সবশেষ বিপিএলের ১১তম আসরে চরম অরাজকতার কারণে এবার নড়েচড়ে বসেছে বিসিবি। তাই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার আগে স্পোর্টস মার্কেটিং পরামর্শক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মূলত যে প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হবে, তারাই ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ থেকে শুরু করে বিপিএলের সব ধরনের কার্যক্রম পরিচালনা করবে। এতে করে বিসিবিকে এককভাবে বিপিএল আয়োজন করতে গিয়ে যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তা থেকে মুক্তি মিলবে। যদিও এই প্রক্রিয়া নিয়ে নানা আলোচনা-সমালোচনাও রয়েছে। বিসিবি’র পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের লক্ষ্য রয়েছে। এবারের আয়োজনকে আরও সুসংগঠিত করতে ইতিমধ্যেই বিভিন্ন অংশীজনের কাছ থেকে পরামর্শ নিয়েছে বিসিবি। আগস্ট মাসের মধ্যেই বিপিএল আয়োজন করার জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া এবং ফ্র্যাঞ্চাইজি ঠিক করার কাজ শেষ করতে চায় গভর্নিং কাউন্সিল। অক্টোবরের প্রথম সপ্তাহে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
অন্যদিকে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান। আইপিএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান আইএমজি’র। ভারতের রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লিজেন্ডস স্পোর্টসের টিভি প্রোডাকশনে বিসিবি’র সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়াও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাইন্ড ট্রি লিমিটেড সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান আইপিজি গ্রুপের সঙ্গে মিলে বিপিএল আয়োজনে আগ্রহী হয়েছে। যদি বিপিএল আয়োজনে তারা নির্বাচিত হয়, তাহলে এবার তারা ফ্র্যাঞ্চাইজি নেবে না। এর বাইরে রয়েছে বাংলাদেশের ট্রান্সপোর্ট গ্রুপ।