দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। নারী এশিয়ান কাপ ফুটবলের সূচী - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, 30 July 2025

নারী এশিয়ান কাপ ফুটবলের সূচী


খেলার ডেস্ক 

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ার তিন শহর সিডনি, পার্থ ও গোল্ডকোস্টে অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। গতকাল সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের ড্র। যেখানে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি। 



কিন্তু ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশের কোনো প্রতিনিধি ড্র’তে ছিল না। বাংলাদেশের অনুপস্থিতিতে অনুষ্ঠিত এই ড্র’তে ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপে আফঈদাদের আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। গত মঙ্গলবার ড্র হলেও আগেরদিন অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়দের নিয়ে ট্রফিসহ ফটোসেশনের আয়োজন করে অস্ট্রেলিয়া। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিল। 



তবে গত মঙ্গলবার ড্র’তে বাংলাদেশ ছাড়া সকল দেশের প্রতিনিধিদের উপস্থিত দেখা গেছে। মহাদেশীয় মঞ্চে বাংলাদেশের পরিচিতি ও সম্মানিত হওয়ার সুযোগ আসলেও বাফুফে সেটা কাজে লাগায়নি। এ নিয়ে বাফুফে নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। সভাপতিকে জিজ্ঞাসা করতে পারেন।’ এদিন ড্র হলেও টুর্নামেন্টের ফরম্যাট ও ফিকশ্চার আগেই চূড়ান্ত ছিল। ড্র’তে বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় নম্বর দল হওয়ায় সিডনি ও পার্থ এই দুই শহরে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলতে হবে। শুধুমাত্র ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যকার ম্যাচটি পার্থের র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের তৃতীয় ও চতুর্থ নম্বর দল বাংলাদেশ এবং উজবেকিস্তানকে প্রথম দুই ম্যাচ সিডনির পর তৃতীয় ম্যাচ খেলতে পার্থ রওনা হতে হবে। মেয়েদের এশিয়ান কাপে এখন পর্যন্ত সফল দল চীন। ১৯৮৬ সাল থেকে ১৪ বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সবচেয়ে বেশি ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৩রা মার্চ প্রথম ম্যাচেই চীনকে মোকাবিলা করতে হবে পিটার বাটলারের দলকে। ৬ই মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল উত্তর কোরিয়া। ১৯৮৯ থেকে এখন পর্যন্ত ১০ বার এশিয়ান কাপ খেলা দেশটি ২০০১, ২০০৩ ও ২০০৮ সালে শিরোপা জিতেছে। আর পাঁচবার এই টুর্নামেন্টে খেলা উজবেকিস্তানের সর্বোচ্চ দৌড় গ্রুপ পর্ব পর্যন্ত। ৯ই মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে খুব খারাপ না করলে আর উজবেকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলে গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ আসবে বাংলাদেশের সামনে। ২০২৬ সালের ১ থেকে ২১শে মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। ১২ দলের সেই লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যানজেলস অলিম্পিকে খেলার। ১২ দলের টুর্নামেন্টে তিন গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দু’টি করে মোট ৬ দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।




নারী এশিয়ান কাপ বাছাইয়ে এবার অতীতের সব রেকর্ড ভাঙে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ ও ২০২২ আসরে পাঁচ ম্যাচের একটিতেও জয় পায়নি মেয়েরা। কিন্তু গত ২৯শে জুন থেকে ৫ই জুলাই মিয়ানমারে হওয়া এশিয়ান বাছাইয়ে তিন ম্যাচের তিনটিতেই দাপুটে জয় তুলে নেয় তহুরা-আফঈদারা। বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে র‌্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের সঙ্গে ২-১ গোলে জেতে। প্রথম দুই ম্যাচ জেতার পরই বাংলাদেশের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়ে যায়। তৃতীয় ম্যাচটা নিজেদের থেকে র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ পেছানো তুর্কমেনিস্তানকে সহজেই ৭-০ গোলে হারায়। বাংলাদেশ পুরুষ ফুটবল দল একবার এশিয়ান কাপ খেলেছিল ১৯৮০ সালে কুয়েতে।

কোন গ্রুপে কারা

‘এ’: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন
‘বি’: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান
‘সি’: জাপান, ভিয়েতনাম, ভারত, চায়নিজ তাইপেবাংলাদেশী থ্রিলার বই
বাংলাদেশের সূচি
তারিখ- প্রতিপক্ষ- ভেন্যু
৩রা মার্চ, ২০২৬- চীন- সিডনি
৬ই মার্চ, ২০২৬- উত্তর কোরিয়া- সিডনি
৯ই মার্চ, ২০২৬- উজবেকিস্তান- পার্থ