দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ফিলিস্তিনিদের হত্যা করলে মানবতা নষ্ট হয় না, ইউক্রেনে হত্যা হলে মানবতা নষ্ট হয় - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, February 25, 2023

ফিলিস্তিনিদের হত্যা করলে মানবতা নষ্ট হয় না, ইউক্রেনে হত্যা হলে মানবতা নষ্ট হয়

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধের ১ বছর পূর্তি রিয়ে বিশেষ আলোড়ন চলছে। গতকাল ২৪ ফ্রেরুয়ারী ২০২৩ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে বিশ্ব নেতারা মহা হৈ-চৈই শুরু করেছেন। বিশেষ করে আমেরিকান সরকার এক পা নয়, দুই পা দিয়ে বিশ্ব জুড়ে ইউক্রেনে আক্রমণের ফোকাস মিডিয়াতে ফলাও করে প্রচার করতে বাধ্য করছে।

এক্ষেত্রে ভয়েব অব আমেরিকা শীর্ষ স্থানে রয়েছে। গত এক বছর ধরে ভয়েজ অব আমেরিকা মানেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সংবাদ প্রচার করা। অথচ ভয়েজ অব আমেরিকায় ফিলিস্তিনি হত্যার কোন সংবাদ চোঁখেই পড়ে না। বিষয়টা এরকম যে, মধ্যপ্রাচ্যে ইসরাইল কিছুই করছে না। ফিলিস্তিনি নামের কোন একটি জাতি আছে এটাই যেন জানে না ভয়েজ অব আমেরিকা।

রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকেই পশ্চিমারা প্রচারে নেমেছে মানবতা-হীন কার্যক্রম চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে আক্রমণ করা অবশ্যই মানবতা-হীন।

কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকা আর ইউরোপের দেশ ‍গুলো, যার মধ্যে অন্যতম হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানী সরকার ফিলিস্তিনিদের হত্যা নিয়ে কোন কথা বলছেন না। ইসরাইলে নতুন উগ্রবাদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই হুমকি দিয়ে আসছিল ফিলিন্তিনিদের। সেটাই বাস্তবে রুপ দিয়েছে ইসরাইল।

গত কয়েক দিন ধরে প্রতিদিনই মটার সেলের আঘাতে ফিলিস্তিনি নিহত হচ্ছে। ভেঙ্গে পড়ছে সাধারণ মানুষের ঘর-বাড়ি। ইসরাইলের আক্রমণের ঘটনা বা ইতিহাস তো শত বছরের চেয়েই পুরাতন।

কেন ২০২৩ সালে এসেও দেখতে হচ্ছে পশ্চিমারা আর ইউরোপীয়ানরা নিজেদের স্বার্ধের কারণে ইউক্রেনে হত্যা নিয়ে বিশ্ব বিবেক-কে জাঁগিয়ে ‍তুলতে চেষ্টা  করছে। হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সাহায্য দিয়েছে আমেরিকা আর ইউরোপীয় দেশ গুলো।

অথচ কোন দেশের ‍মুখে ফিলিস্তিনিদের হত্যা নিয়ে কোন শব্দটি নেই! শত শত বছর ধরে ইসরাইলের মতো একটি সন্ত্রাসী দেশের কার্যক্রম আমেরিকা সমর্থন দিয়ে আসছে। ফিলিন্তিনি হত্যা হলেও তখন কোন ভূুমিকাই নেয় না আমেরিকা। তখন মানবতা আমেরিকার মানবতার বয়ান ঠিক থাকে। 

আমেরিকার বিপক্ষে যাওয়াটাই আসলে যতো মানবতা-হীন কাজ। এটাই এখন বাস্তবতা। ফিলিস্তিনিদের হত্যা করলে মানবতা নষ্ট হয় না, ইউক্রেনে হত্যা হলে মানবতা নষ্ট হয়। এটাই আমেরিকা আর ইউরোপের তথাকথিত মানবতার ব্যানার।

আসলে আমেরিকা আর ইউরোপ মানবতার বয়ান-টা নিজেদের স্বার্ধের জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করে।