দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ১৭০ রানের আগে বিশ্বাস হয়নি জিততে পারব - কোচ সালাউদ্দিন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, February 17, 2023

১৭০ রানের আগে বিশ্বাস হয়নি জিততে পারব - কোচ সালাউদ্দিন

খেলা প্রতিবেদক :

বিপিএরে কুমিল্লা মানেই কোচ সালাউদ্দিন আছেন। ২০২৩ বিপিএল ৯ম আসরেও তিনিই হিরো। ৪ বার শিরোপা জেতার কারিগর এই কোচ সালাউদ্দিন।

আজ ফাইনালে জেতার পর প্রশ্ন করা হয় ১৭৬ রান টপকে যেতে পারবেন এটা কি মনে হয়েছে? কোচ বলেন, আসলে আমরা খুবই বাজে ফিল্ডিং করেছি। আমাদের যে রকম ফিল্ডিং হয়েছে তাতে ওদের ২০০ রানের বেশি হবার কথা ছিল। যখন দেখা ১৭৫ রান তখন মনে হয়েছে আমরা পারব। কিন্তু আমাদের রান ১৭০ রান যাবার আগেও বিশ্বাস আসলে হয়নি জিততে পারি। তবে জেতার জন্যই মাঠে নেমেছি।

২৪ বরে ৫২ রানে হিসেব সম্পর্কে কি বলবেন? জবাবে সালাউদ্দিন বলেন, আসলে ২৪ বলে ৫২ রান হিসেব করলে কঠিন, আবার নাও। আমরা ওদের ক্ষমতা জানতান। ৪ পেসার এক স্পিনার, এর মধ্যে শেষ ৪ ওভারে উডের এক ওভারে ৬ বা ৭ রান নিতে পারলে আমরা ৫২ করে ফেলতে পারব এটা জানা ছিল। সেটাই হয়েছে, আমরা জিতেছি।’