দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। চ্যাম্পিয়ন হতে এসেছি, চ্যাম্পিয়ন হয়েছি - কুমিল্লার মালিক নাফিসা - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, February 17, 2023

চ্যাম্পিয়ন হতে এসেছি, চ্যাম্পিয়ন হয়েছি - কুমিল্লার মালিক নাফিসা

খেলার প্রতিবেদক :

বিপিএল ফাইনলে ৭ উইকেটে সিলেটকে হারিয়ে হাওয়ায় ভাসছে কুমিল্লা। ২ কোটি টাকার পুরস্কার আর ৪ বার শিরোপা জেতার আনন্দ যেন ধরে রাখাই দায় ছিল কুমিল্লা মালিক নাফিসা কামালের পক্ষে।

ম্যাচ ষে, এরপর পুরস্কার হাতে নেয়া শেষ, মধরাতে ভাঙ্গা গলা নিয়েই হাজির হলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। 

সাংবাদিকরা জানতে চায় শিরোপা জেতা  প্রত্যাশা কতটুকু ছিল? জবাবে হেসে দিয়ে নাফিসা কামাল বলেন, ‘আমরা চ্যাস্পিয়স হবার জন্য খেলি। চ্যাম্পিয়ন হতে মাঠে নামি, চ্যাম্পিয়ন হয়েছি, ৬ বার অংশ নিয়ে ৪ বার শিরোপা আমাদের।’

কুমিল্লার এই রহস্যের কারণ কোথায়? জবাবে বলেন, টিম ওয়ার্ক, আমরা টানা এক সাথে দেড় মাস কাজ করেছি একটি পরিবারের মতো। একজন আরেক জনকে শেয়ার করেছি। তাছাড়া আরেকটি কারণ হচ্ছে কোচ সারাউদ্দিন আর অধিনায়ক ইমরুল অনেক কাজ করেছে। লোকাল ক্রিকেটারর দায়িত্ব ছিল কোচের আর বিদেশীদের আনার কাজ আমি করেছি। আসলে অনেকৈ দল চিন্তাও করতে পারবে না আমরা গেল অক্টোবরেই বিদেশীদের সাথে চুক্তি সেরে রেখেছি। যা অনেক দলের কাছে স্বপ্ন। আমরা সেটাই করি, আমি আমার বাবার মোস্তফা কামালের কাছে ক্রিকেটাঙ্গন চিনেছি। আমার বাবা আবাহনীর জন্য বিদেশী ক্রিকেটার আনতেন। আমি তার মেয়ে, আমি আমার বাবার জন্য ক্রিকেটে  এসেছি। বিপিএলে আর কোন নারী সংগঠক নেই। আমি ক্রিকেট ভালবাসি। আমাদের আগামী বিপিএলের কাজ আজ (বৃহস্পতিবার) ড্রেসিং রুমে বসেই শুরু করে দিয়েছি। দুই জন বিদেশীর সাথে চুক্তি হয়ে গেছে।

বিপিএলের আয় বা বিসিবির সাথে বিপিএল এগিয়ে নিতে কোন কথা হয়েছে কি? জবাবে নাফিসা বলে, বিসিবির সাথে এখনও কোন বৈঠক হয়নি। তবে বিপিএল তো মাত্র গেল, আমার একসাথে বসব, কি ভাবে বিপিএল কে এগিয়ে নেয়া যায় সে বিষয় গুলো বিসিবির সাথে আলোচনা করব।’