দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কিন্তু কে জানত এটা শুধুই স্বপ্ন! : একজন প্রবাসী বলছি - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 20, 2023

কিন্তু কে জানত এটা শুধুই স্বপ্ন! : একজন প্রবাসী বলছি

কাজী তৌহিদ মালদ্বীপ থেকে :

বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য অনেক ভোগান্তির পরও এর সুরাহা হচ্ছে না। অথচ সরকার বিদেশে অবস্থান করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, পরিশ্রম করে বৈধ ভাবে টাকা পাঠাতে পারছে না ব্যাংকে। বাধ্য হয়ে দেশে টাকা পাঠানো লাগছে হুনডি বা বিকাশে মাধ্যমে, এর কোন শু-ব্যবস্থা আজও হলো না এখনো।

সরকার বলছে চেষ্টা চলছে কিন্তু সেই চেষ্টা গুলো কেবলই দাপ্তরিক কার্যক্রমেই আটকে আছে। এরই একটি বাস্তব উদহারণ হিসেব মালদ্বীপে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করছি।

৩০ জানুয়ারী ২০২৩ এ কমার্শিয়াল ব্যাংক অব সিলন, বাংলাদেশ ও কমার্শিয়াল ব্যাংক অব মালদ্বীপ এর একটি প্রতিনিধি দল মাননীয় হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।  তারা শীঘ্রই মালদ্বীপ হতে বাংলাদেশে বিকাশ একাউন্ট ও ব্যাংক একাউন্টে রেমিটেন্স  প্রেরণ কার্যক্রম চালু করবেন মর্মে অবহিত করেন। আমরাও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু কে জানত এটা শুধুই স্বপ্ন!

রেমিটেন্স প্রেরণের ক্ষেত্রে তারা নির্দিষ্ট পরিমাণ মালদিভীয়ান রুপি গ্রহন করবেন বলে আশ্বস্ত করেন। আমরা আশা করেছি এর ফলে আমাদের প্রবাসী বাংলাদেশীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণ আরও সহজ হবে। কিন্তু কার্যমের কোন অগ্রগতি আজও অজানাই থেকে গেল।