বিরোধী দল বিএনপি সরকার পতনের আন্দোলেনের গতি বাড়াতে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে।
পুরো দেশের ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা আয়োজন করে বিএনপি সফলতা দেখিয়েছে। সেই ধারবাহিকতায় বজায় রেখেই রাজধানী ঢাকার রাজপথেও বিএনপি পদযাত্রা সফল করে।
এ বার বিএনপির পরিকল্পনা ৬৯টি জেলায় এক যোগে পদযাত্রা করতে চলেছে বিএনপি। আজ দেশের ৬৯টি জেলায় বিএনপির নেতা-কর্মীরা এক সাথে পদযাত্রা করবে বলে দলটি আগেই ঘোষণা দিয়ে রেখেছে।
