ভৈরব প্রতিবেদক :
ভৈরব থানা পুলিশ ৩ হাজার পিস ইয়াবাসহ রোকসানা বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের (খ) ধারায় একটি মামলা করে। কিশোরগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ডের দুর্জয় মোড় এলাকা থেকে রোকসানা বেগমকে আটক করে পুলিশ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রোকসানা বেগম আখাউড়া উপজেলার মিনার কোট গ্রামের কবির হোসেনের স্ত্রী।
উপপরিদর্শক ওসমান গনি জানান, ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় স্পেশাল ডিউটি করছিলেন তিনি। এমন সময় বোরখা পরিহিত একনারী সীমান্ত এলাকা আসা একটি বাস থেকে নেমে কারও অপেক্ষা করছিলেন। এই নারীকে দেখে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এক পর্যায়ে মহিলার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ চেক করতেই বেড়িয়ে আসে কয়েকটি নিল রংয়ের প্যাকেট। প্যাকেট খুলে ভিতর থাকা ইয়াবা গুনে দেখা যায় সেখানে ৩ হাজার পিস রয়েছে। পরে হয়াবাসহ মহিলাকে থানায় নিয়ে আসা হয়।
এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
