দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ঘন কুয়াশার চাদরে চুয়াডাঙ্গা, থেমে গেছে জীবন-যাত্রা - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, February 19, 2023

ঘন কুয়াশার চাদরে চুয়াডাঙ্গা, থেমে গেছে জীবন-যাত্রা

চুয়াডাঙ্গা প্রতিবেদক :

জীবন-যাত্রা থেমেই গেছে চুয়াডাঙ্গায়। এর মুল কারণ চুয়াডাঙ্গায় রাতভর ঘন কুয়াশা। পুরো চুয়াডাঙ্গা ঢাকা পড়েছে ঘন কুয়াশা। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায়ও দেখা মেলেনি সূর্যের। 

অতি জরুরি প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের দেখা মিলছে না। হেডলাইট জ্বালাতে বাধ্য হয়েছে যানবাহনের চালকরা। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছেন, গত দুদিন বেশ কুয়াশা পড়ছে। জেলায় আজ ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আকাশ মেঘলা ছিল বলেই ঘন কুয়াশা পড়ছে। তবে একদিন পরেই কুয়াশা কেটে যেতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিলবে।

স্থানীয় রিকশাচালক মাসুম আলীসহ কয়েকজন জানান, দুদিন ভোর থেকে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশা থাকছে। এ করণে জরুরি প্রয়োজন আর অফিসগামী লোকজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছেন না। সকাল থেকে যাত্রীর অভাবে বসে থাকতে হচ্ছে। তেমন আয় করতে না পারায় এ কয়েকদিন বেশ ভোগান্তিতে আছেন তারা।

স্থানীয়রা চা-দোকানি গাফফার বলেন, ‘দু-তিন ধরে সকাল থেকে অনেক বেলা পর্যন্ত কুয়াশা থাকায় বেচাবিক্রি কম। ফজরের নামাজের পর অনেক কাস্টমার চা খেতে আসেন, কুয়াশার কারণে তাদের দেখা মিলছে না। তাই আয় কমেছে।’

কৃষক জমির উদ্দিন বলেন, ‘আমি যে জমিতে চাষ করেছি, সেখানে ভোর থেকে সার দিতে হতো। কিন্তু কুয়াশার কারণে সকাল ৯টায় বের হচ্ছি। কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কাও আছে।’

চাষি রবিউল ইসলাম বলেন, ‘ফাল্গুনের শুরুতে কুয়াশা পড়ছে। এতে গম, মসুরিসহ মৌসুমী আবাদের ক্ষতির আশঙ্কা আছে। কারণ, প্রতিবার ফাল্গুনের শেষ দিকে কুয়াশা পড়ে, এবার আগে-ভাগেই কুয়াশা পড়েছে।’

বেসরকারি চাকরিজীবী শিউলী শারমিন বলেন, ‘আমি সকাল ৭টায় অফিসে যাবো। কিন্তু কুয়াশার কারণে পৌছাতে দেরি হয়ে গেছে। কুয়াশায় সময়মতো গাড়ি ছাড়লেও ধীর গতিতে চলেছে।’