দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ‘মালদ্বীপে ভিসা খুলেছে’ - গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, February 20, 2023

‘মালদ্বীপে ভিসা খুলেছে’ - গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে

কাজী তৌহিদুল ইসলাম, মালদ্বীপ প্রতিনিধি :

‘মালদ্বীপ ভিসা খুলেছ’ - এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে। এই বিষয় বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের সাথে কথা বলে প্রকৃত সত্য জানা গেছে। 

এ প্রসেঙ্গ মো শাকিল বলেন ভাই ভিসা খুললে কি ভালো হবে, ভিসা খুললে মানুষ রাস্তায় বসে কাদঁতে হবে।

অন্যদিকে ‘যন্ত্রনার ফেরিওয়ালা নামক এক ফেসবুক আইডি’ থেকে বলা হয় মালদ্বীপ এর ভিসা খুললে দিবাইরা আবার ৩০০০ রুপিয়াতে লোক নিবে। আরসাদ উল্লাহ নামের এক ব্যক্তি বলেন ভিসা খুললে বাঙালি বিনা বেতনে কাজ করতে হবে। এতে খুশি হবার কিছু নাই, দালদের পকেট ভরবে।

আবদুল নুর রহমান বলেন ভিসা খুলবে না, এই সব কথা বাদ দেন, আর ভিসা যদিও খুলে, যারা নতুন আসবে তাদের কাজ করতে খুব কস্ট হবে। 

মো রব মাতব্বর বলেন ভিসা চালু হোলে দালালদের সুবিধা হবে আর মানুষ রাস্তায় রাস্তায় ঘুরবে,তাই কাজের জন্য খুব খারাপ খবর, সবার জন্য এই দেশ ভালো না, নিজের দেশে ছোট করে কিছু করেন। অনেক ভালো থাকতে পারবেন।

বিল্লাল খান বলেন নানান মানুষ নানান মত, কোন কথারই ভিত্তি নাই,মালদ্বীপ  সরকার যে আইন করেছে, সেই আইন অনুযায়ী কোন দেশ থেকে ১ লাখের বেশি কর্মী নেবে না।

আর বর্তমানে বাংলাদেশী লোক সংখ্যা ১ লাখরে উপরে। যারা এখোন অবৈধ আছে তাদের কাগজ ঠিক করা হচ্ছে। তবে মালদ্বীপ এর অনেক কোম্পানি চায় বাংলাদেশের শ্রমিক দিয়ে কাজ করাতে। কিন্তু অনুমতি না থাকায় নতুন করে লোক নেয়া হচ্ছে না।

বাংলাদেশ হাইকমিশনার মালদ্বীপ এর উচ্চ পর্যায়ে এই বিষয় আলোচনা পর্যালোচানা চালিয়ে যাচ্ছেন। যদি ভিসা খুলার সম্ভাবনা থাকে, তাহলে বাংলাদেশ হাইকমিশনার পেজ থেকে আপডেট পাওয়া যাবে, এই ধরনের নিউজে কান না দেয়ার কথা বলছেন মালদ্বীপের বসবাসরত বাংলাদেশী নাগরিকরা।