কুমিল্লা প্রতিবেদক :
পুরো দেশের ৬৯টি জেলায় এক যোগে অনুষ্ঠিত হলো বিএনপির সরকার পতনের আন্দোলেনের অংশ পদযাত্রা। এরই ধারাবাহিকতায় আজ উতাল ছিল কুমিল্লা জেলা বিএনপির নেতাকর্মীরা। কিন্তু কুমিল্লা জেলা বিএনপি উত্তরের নেতা কর্মীরা পদযাত্রা শুরু করলে পুলিশ হামলা চালায় বলে জানা গেছে।
পুলিশের গুলিতে কুমিল্লা উত্তরে ৬ জন আহত হয়েছে বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
আজ সকালে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীর উর্ধ্বগতি ও দমণ-নিপীড়ণের প্রতিবাদে এবং দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণ-বিরোধি সরকারেরপদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিপেক্ষ তত্ত্ববধায়ক সকারের অধীনে নির্বাচন, বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও রাজবন্দিদের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে কুমিল্লা জেলা বিএনপি উত্তরের নেতা কর্মীরা পদযাত্রা শুরু করে।
এই পদযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল। পদযাত্রায় বাধা দেয় পুলিশ, এই বাধা মধ্যেই বিএনপির কুমিল্লা জেলার উত্তরের নেতা যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল এগিয়ে যান নেতা-কর্মীদের নিয়ে। এরপর হাবিব উন-নবী খান সোহেলের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় বলেও জানা গেছে।
পদযাত্রায় বাধাগ্রস্থ হবার পর হাবিব উন-নবী খান সোহেল সরকার আর প্রশাসনের এই নগ্ন হামলা প্রসঙ্গে বলেন, ‘কুমিল্লা উত্তরে পদযাত্রা করতে আসার পর শুনতে পেলাম প্রশাসনের অনাকাঙিত কিছু পদক্ষেপ আমাদের কানে আসে। প্রশাসন বলে, আপনার এ দিক দিয়ে যেতে পারবেন, ওদিকে দিয়ে যেতে পারবেন না। ওই খানে সমাবেশ করবেন,এখানে সমাবেশ করতে পারবেন না। পাকিস্তান আমলে যখন স্বাধীনতাকামী মানুষ গণতন্ত্রের জন্য আন্দোলন করতে তখন এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হত। লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। আজ কুমিল্লা উত্তরে দাঁড়িয়ে স্বাধীনতার ৫ম বছর পর শেখ হাসিনা
আপনাকে জিজ্ঞাসা করতে চাই ‘আপনার আর ইয়াহিয়ার মধ্যে পার্থক্য কোথায় আমরা জানি না’। ইয়াহিয়া খান পুরুষ ছিলেন আর আপনি মহিলা, এছাড়া আর কোন পার্থক্য নাই। যে কায়দায় ইয়াহিয়া এদেশকে শোষণ করেছে, সেই একই কায়দায় আপনিও বাংলাদেশকে শোষণ করছেন। প্রতিটি জনপদে প্রতিরোধ গড়ে উঠছে, এই অবস্থা আর চলবে না। আগামীতে কোন সীমা রেখা টেনে দিয়ে বিএনপিকে থামানো যাবে না। আগামীতে আমরাও দেখতে চাই কোন দেওয়াল আমাদের বাধা হয়ে দাঁড়ায়।
