রাজনীতি প্রতিবেদক :
বিএনপির নাটোরের পদযাত্রা শুরুর আগে আজ সকাল ৮টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণের অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে নাটোরে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নাটোর শহরের আলাইপুরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এটি হাফরাস্তা এলাকা ঘুরে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘সরকারের অবস্থা মুমূর্ষু রোগীর মতো। যেকোনো সময় তাদের বিদায় ঘণ্টা বেজে যাবে।’
দলীয় নেতা কর্মীদের ধৈর্য্য ধরে সব নির্যাতন মোকাবিলা করে রাজপথে থাকার আহ্বান জানিয়ে দুলু বলেন, ‘খুব শিগগিরই অন্ধকার কেটে আলো আসবে।’
উল্লেখ, আজ বিএনপি সরকার পতনের আন্দোলনে দেশে ৬৯টি জেলায় একযোগে পদযাত্রা আয়োজন করেছে।
