খেলার প্রতিবেদক :
বিপিএল মেগা ফাইনালের আগে জেমস মাতিয়ে রেখে গেছেন। এরপর মাঠে টস করতে নেমে হেরে ব্যাট করতে নামা সিলেট গানের তালটা ব্যাটে-বলে ধরে রাখতে পারেনি।
ওপেনি জুটিতে আসে মাত্র কিছু করার আগেই শূণ্য রানে আউট হলেন তৌহিদ হৃদয়। তবে টিকে থাকলেন শান্ত। পাশে পালেন অধিনায়ক মাশরাফিকে পিঞ্চ হিট করাতে। কিন্তু ৪ বলে ১ রানে আউট মাশরাফি। এরপর আরেক অভিজ্ঞ মুশফিকের সাথে জুটি বাঁধলেন শান্ত।
১০ ওভারে স্কোর ৭৯/২, এরপর ১২ ওভারে সিলেটের স্কোর ১০৪/২, তাতে শান্তর নামের পাশে অপরাজিত ৬৪ আর মুশির নামের পাশে অপরাজিত ৩১। ১৩ ওভারের শুরুতেই শান্ত ৬৪ রানেই বোল্ড আউট। মুশির সাথে জুটি হল রাইয়ান, পেরেরা আর জাকির। কেউ কিছুই করতে পারল না।
মুশফিকের একক চেষ্টায় সিলেট স্কোর ২০ ওভারে ১৭৫/৭। তাতে মুশফিক অপরাজিত ৭৪।
৪র্থ বার শিরোপা ঘরে তুলতে কুমিল্লার সামনে ১৭৬ রানের মিশণ।
