দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই দল ঘোষণা করল বিসিবি - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Thursday, February 16, 2023

ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই দল ঘোষণা করল বিসিবি

খেলার প্রতিবেদক :

বিপিএল, বিপিএল, বিপিএল এলো- বিপিএল চলেও গেল। আজ শেষ হলো বিপিএল ফাইনাল ২০২৩। রাতে মেগা ফাইনাল চলাকালেই বিসিবি ১৫ সদস্যের ওডিআই দল ঘোষনা দিয়েছে। দলে নতুন মুখ বিপিএলের আবিস্কার সিলেটের ওপেনার তৌহিদ হৃদয়।

এছাড়া বাকী সব প্রায় আগের মতোই আছে।

বিসিবি ঘোষিত ১৫ সদস্যের ওডিআই দল :

তামিম ইকবাল (অধিনায়ক) লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

সিরিজের প্রথম ওডিআই অনুষ্ঠিত হবে ১ মার্চ ২০২৩, দ্বিতীয় ওডিআই ৩ মার্চ। এরপর বিরতি দিয়ে সিরিজ চলে যাবে চট্টগ্রামে। ৬ মার্চ সিরিজের শেষ ও তৃতীয় ওডিআই আয়োজনের পর ৯ মার্চ সিরিজের প্রথম টি২০ চট্টগ্রামে হবে। ১২ ও ১৪ সিরিজের শেষ দুইটি টি২০ মিরপুরে অনুষ্ঠিত হবে।

সূত্র : বিসিবি