দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। মালদ্বীপে প্রবাসী কামলার গল্প, এভাবেই আসে কষ্টের রেমিটেন্স - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, February 19, 2023

মালদ্বীপে প্রবাসী কামলার গল্প, এভাবেই আসে কষ্টের রেমিটেন্স


প্রবাসের কথা :

বাংলাদেশের মাটিতে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ বিদেশ থেকে কষ্টের টাকা দেশে পাঠায়। সেটাকেই বলা হয় রেমিটেন্স। এই রেমিটেন্স পাঠানো মানুষ ‍গুলোই কিন্তু আসলে প্রবাসী কামলা। এদের টাকাতেই এদেশের অর্থনীতি এগিয়ে চলে। অথচ এদের আমরা কতটা সম্মান দেখাই!

আমাদের দেশের বিমানবন্দরে কতটা অপমান করা হয়, তার তো গল্পের শেষ নেই। এ নিয়ে বহু টিভিতে বহু টক শো অনুষ্ঠিত হয়েছে। তাতে কি কাজের কাজ হয়েছে, না-কি আমাদের মানসিকতার কোন পরিবর্তন হয়েছে? প্রশ্নটা আসলে নিজের কাছেই করছি।
মালদ্বীপ থেকে প্রবাসী কামলার গল্প নামের একটি ভিডিও দেশে অনুভব করার চেষ্টা করলাম ওরা আসলে কতটা ভয়াবহ জীবন-যাপন করে টাকা পাঠায়।