জেলার খবর :
নবীনগরের রতনপুর ইউনিয়নে একটি প্রবাসী মানব সেবা প্রতিষ্ঠান ঐ অঞ্চলে নজর কেড়েছে। ‘এসো আমরা ঐক্য গড়ি দারিদ্রতা দূর করি’-- এই শ্লোগানকে সামনে রেখে ২০২০ সালে এক ঝাঁক প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় রতনপুর ইউনিয়ন মানব সেবা সংগঠন।
সেই থেকে পথচলা শুরু এই মানব সেবা প্রতিষ্ঠানটির। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবা মুলক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠার সময় থেকেই সংগঠনটি দরিদ্র ও অসহায় ব্যক্তি ও পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে প্রশংসিত হয়েছে।
বিশেষ করে সাধারণ মানুষের মাঝে সবচেয়ে দুর্দশাগ্রস্থ অসুস্থ মানুষ। এই ধারাবাহিকতায় গত ১৬ তারিখ বিকেলে রতনপুর গ্রামের এক অসহায় দরিদ্র ব্রেইন স্ট্রোক রোগির চিকিৎসায় সংগঠনের পক্ষ থেকে নগদ ৪০ হাজার টাকা অনুদান তুলে দেয়া হয়। যা ডিজিটাল যুগে ইন্টরনেটের মাধ্যমে বহু মানুষের নজর কেড়েছে।
সংগঠনটির প্রধান উদ্যোগতা রিমন আহমেদ অভি বলেন, ‘সামাজিক জীব হিসেবে সাধারণ মানুষ জন্য কিছু করার মাঝে তৃপ্তি খুঁজে পাওয়ার চেতনা নিয়ে এই সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের সদস্যরা বিশ্বাস করে ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ।’
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন নিয়ে সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, ‘সংগঠনের কাজই হলো ইউনিয়নের কাজই হলো অসহায় ও দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা করা। তবে ইইনিয়ন ভিত্তিক সংগঠন হলেও প্রত্যাশা অনুয়ায়ী আমাদের সদস্য সংখ্যা খুবই কম। তাই প্রবাসী ও বিত্তবান ভাইদের আহ্ববান করছি সংগঠনের সাথে যুক্ত হয়ে সংগঠনের সেবার কাজ আরো ব্যাপক ভাবে ইউনিয়নবাসীর দরজায় পৌচ্ছাতে সহযোগি হউন।
সূত্র : রতনপুর ইউনিয়ন
