দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। চট্টগ্রাম বিভাগের আধিপত্যয় শেষ তায়েকোয়ানডো - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, February 28, 2023

চট্টগ্রাম বিভাগের আধিপত্যয় শেষ তায়েকোয়ানডো

খেলার প্রতিবেদক :

‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’-এর তায়েকোয়ানডোতে  একক আধিপত্য ছিল চট্টগ্রাম বিভাগের। ১৫ স্বর্ণপদকের ১০টি জিতেছে বিভাগটি। এছাড়া ৪ রুপা ও ১০ ব্রোঞ্জ মিলিয়ে ২৪টি পদক নিয়ে সম্মিলিত পদক তালিকার শীর্ষে চট্টগ্রাম। ঢাকা ও রাজশাহী পেয়েছে দুটি করে স্বর্ণ, আরেকটি ময়মনসিংহ বিভাগের।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) জিমনেসিয়ামে  অনুষ্ঠিত খেলায়  ১৫ পদক নিয়ে এ ডিসিপ্লিনে সম্মিলিত তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। ৭ পদক নিয়ে তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ।

খুলনার অর্জন ১ রুপা ও ৩ ব্রোঞ্জ। রংপুর বিভাগ ১টি করে রুপা ও ব্রোঞ্জ জিতেছে।