খেলার প্রতিবেদক :
‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’-এ দুটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জয়ী সাইক্লিষ্ট মাশরাফি হোসেন মারুফের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)।
বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আগামীকাল গেমসের সকল ভেন্যুতে, সকল ডিসপ্লিনের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের আহবান জানিয়েছেন। এর আগে এক শোক বার্তায় তরুণ সাইক্লিষ্টের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিওএ সভাপতি, মহাসচিবসহ অন্যান্য কর্মকর্তারা।
