দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ব্যাটিংয়েই নজর টাইগারদের - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, March 5, 2023

ব্যাটিংয়েই নজর টাইগারদের


জহির ভূইয়া চট্টগ্রাম থেকে :

২-০ ব্যবধানে সিরিজ তো ঢাকাতেই হেরে গেছে। এখন কো কেবল মান বাচানোর চেষ্টা। মানে ঘরের মাঠে হোয়াইটওয়াশ থেকে নিজেদের রক্ষা করা। এ মিশনে এখন যোহ হয়েছে লোয়ারঅর্ডার।


সে মিশনে কাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামের ২২ গজি উইকেটে নামবে তামিম বাহিনী। 

এই নামাটাই এখন মুল মিশন, কারণ টানা ২ ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ মানসিক ভাবে পিছিয়ে আছে।

মিরপুরের উইকেটে দুই বারই টপ অর্ডারের সাথে সাথে মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার দ্রুত সাজ ঘরে ফিরে এসেছে। 



লোয়ার মিডল অর্ডার যদি খানিকটা সময় উইকেটে টিকে যেত তাহলেও রানের সংখ্যাটা বেড়ে যেত। এ জন্যই আজ সাগরিকার উইকেটে টাইগারদের লোয়ারঅর্ডার কে নিয়ে নজরদারি করতে দেখা গেল কোচ হাথুরুসিংহে কে।


সকাল সাড়ে ১০টায় সাগরিকার নেটে আর মাঠে অনুশীলন করতে নেমে পড়ে টাইগাররা। তবে তাতে বিশেষ ঘটনা ছিল পেসার এবাদত হোসেনর লম্ব সময় ধরে নেট ব্যাটিং অনুশীলন।

শুধু যে এবাদত তাই নয় অন্য বোলারদেরও নেটে ব্যাটিং করার দৃশ্য বলে দিচ্ছে টাইগার বাহিনী ব্যাটিং ব্যর্থতায় কাপছে।


যদি কাল টপ অর্ডার টিকে যায় তাহলে হয়তো চিত্রটা নতুন ভাবে দেখা যাবে। তবে চট্টগ্রামের উইকেটে ডিসেম্বরে ভারতের বিপক্ষে যেভাবে বাংলাদেশ হেরেছিল তাতে কালকের ম্যাচ নিয়ে বেশি প্রত্যাশার জায়গায় অবশিষ্ট নেই।