জহির ভূইয়া চট্টগ্রাম থেকে:
ওডিআই সিরিজ নিজ ঘরে, অথচ হোয়াইটওয়াশের আশংকা নিয়ে কাল সিরিজের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে তামিম বাহিনী।
সকালেই অনুশীলনে নেমেছে টাইগার বাহিনী। পুরো সময়টাতে নজর ছিল ব্যাটিং আর বোলাদের নিয়ে। মিরপুরের উইকেটে ২০৯ রানে আর ১৯৪ রানে অলআউট বাংলাদেশ যে চিন্তা পড়ে গেছে তাতো বলার দরকার পড়ে না।
কাল ম্যাচ নিয়ে টাইগারদের দুই কোচের পরিকল্পনা কি? তাতে শেষ রক্ষা হবে? খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা বাংলাদেশী স্পিন কোচ রঙ্গণা হেরাথ প্রত্যাশার গল্প শোনালেন।
আজ দুপুরে অনুশীলন শেষে অধিনায়ক তামিম ইকবালের বতলে হেরাথই নিয়ম রক্ষার সংবাদ সম্মেলনে হাজির হলেন। হেরাথ বলেন, আসলে প্রথমটাতে ডেভিড মালানের সেঞ্চুরিটা আমাদের পেছনে ফেলেছে। পরের ম্যাচে আমাদের বোলিং বাজে ছিল। কিন্তু চট্টগ্রামের উইকেটে ভিন্ন ধরনের। টপ অর্ডারকে রান করতে হবে।'
কিন্তু তাসকিন কি মিরপুরের মতো বল করতে পারবে? হেরাথ জবাবে বলেন, দেখুন তাসকিন সব সময় ফোকাসে থাকে। সে তারকা পেসার, তবে তাসকিন আগের মতোই খেলবে বলে বিশ্বাস করি। আমাদের ব্যাটাররা যদি জুটি গড়তে পারে আর বোলার বাহিনী যদি জায়গা মতো বল ফেলতে পারে তাহলে ম্যাচ জেতা অসম্ভব না।'
মিরপুরে উইকেট আর সাগরিকার উইকেট এক বিষয় নয়, এটা স্পিন উইকেট। তাহলে কি বাংলাদেশ ৩ জন স্পিনার নিয়ে খেলবে না কি ২ জন? হেরাথ বলেন, এ বিষয় নিয়ে এখন কিছুই বলা সম্ভব না। কাল উইকেট দেখে পরিস্থিতি বুঝে তার পরই সিদ্ধান্ত। সাকিব, তাইজুল আর মিরাজ ৩ জনই স্পিনার। উইকেটের চরিত্র না বুঝতে তো ৩ স্পিনার নিয়ে খেলা সম্ভব না। পুরো সিদ্ধান্তটা কাল উইকেট দেখার পর হবে।

