জহির শাহ্, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাংলাদেশ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে কেন্দ্রীয় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তা–র ব্যুরো চিফ এনামুল হক আরিফ। তিনি বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব সত্য প্রকাশের জায়গায় কখনো আপোষ করে না। নতুন কমিটি মাঠপর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আরও গতিশীল করবে।” অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আবু তাহের, অর্থ সম্পাদক আল-আমিন খন্দকারসহ জেলার বিভিন্ন ইউনিটের সাংবাদিক ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘোষিত কমিটির পদগুলো হলো—
সভাপতি: মোহাম্মদ সেলিম মিয়া;
সিনিয়র সহ-সভাপতি: তোফাজ্জল হোসেন;
সাধারণ সম্পাদক: মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন;
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোস্তাকিম রহমান।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক জহির শাহ্ এবং সহ-সাংগঠনিক সম্পাদক বকুল রানী দাস। দপ্তর সম্পাদক জুয়েল ভূঁইয়া ও প্রচার সম্পাদক জুনায়েদ মিয়া। পূর্ণাঙ্গ সদস্য তালিকা পরবর্তী ধাপে প্রকাশ করা হবে।
অতিথিরা বলেন, অনুসন্ধানী রিপোর্টিং, সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যসংগ্রহে প্রযুক্তির ব্যবহার এবং তরুণ রিপোর্টার তৈরিতে নতুন কমিটিকে ভূমিকা রাখতে হবে। নবনির্বাচিত কমিটি জানায়, দুর্নীতি, মাদক, ভূমিদখল, নারী–শিশু নির্যাতনসহ সামাজিক সমস্যায় ফিল্ড রিপোর্টিং জোরদার করা হবে। আগামী মাসে প্রশিক্ষণ, ফ্যাক্ট–চেকিং ও সাইবার নিরাপত্তা–বিষয়ক কর্মশালা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সাংবাদিকরা সম্মিলিত ফটোসেশনে অংশ নেন।
