দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ঢাকা-১৭ আসনে নির্বাচন : সিদ্দিকের উপর ক্ষোভ প্রকাশ করলেন ডিপজল - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, May 21, 2023

ঢাকা-১৭ আসনে নির্বাচন : সিদ্দিকের উপর ক্ষোভ প্রকাশ করলেন ডিপজল

রাজনীতি প্রতিবেদক :
চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। তার মধ্যে সব থেকে বেশি আলোচনায় আছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। 

ফারুক অসুস্থ থাকাবস্থায় আসনটি নিয়ে সিদ্দিকের এমন তোরজোরে কষ্ট পেয়েছেন বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র অভিনেতা ডিপজল। এক ভিডিওবার্তায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘মামা (ফারুক) যখন থেকে অসুস্থ, তখন থেকেই তিনি (সিদ্দিকুর) এমপি নির্বাচনের জন্য লাফালাফি শুরু করেছেন। তিনি এমপি নির্বাচন করতেই পারেন। তিনি না, যে কেউ নির্বাচন করতে পারেন। তবে উনি (ফারুক) মারা যাওয়া আগে এমন লাফালাফি করা কি ঠিক হয়েছে? শুধু তাই নয়, মামার লাশ কবরে না নামার আগেই উনি ঘোষণা দিয়ে দিলেন নির্বাচন করবেন। এতে চরম কষ্ট পেয়েছি এবং মনঃক্ষুণ্ন হয়েছি।’

তিনি আরও বলেন, ‘নেত্রী যদি পছন্দ করেন উনাকে মনোনয়ন দিতেই পারেন। তবে ওই আসনে আরাও অনেক যোগ্য মানুষ আছে।’

সিদ্দিককের উদ্দেশ্য ডিপজল বলেন, ‘আপনার দেশের (গ্রামের) বাড়ি যেখানে, সেখানে গিয়ে নির্বাচন করেন। সুযোগ পেতেও পারেন। ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান। এখানে যেই নির্বাচন করুক আশপাশে সবার জানা থাকতে হবে। আপনি এসেই ঘোষণা দিচ্ছেন, নির্বাচন করবেন। এটি ঠিক না। আমিও কিন্তু ওই আসনের ভোটার। অন্তত একটু সময় নিতে পারতেন। সমঝোতায় আসতে পারতেন।’

ক্ষোভ প্রকাশ করে ডিপজল আরও বলেন, ‘একটা মানুষকে ইজ্জত দিতে পারতেন। ফারুক যেমন তেমন মানুষ না! উনি তারকাদের কিংয়ের ওপরে। উনার মৃত্যুর ৭ দিন বা ৪০ দিন পর নির্বাচনের কথাটি প্রকাশ্যে আনতে পারতেন। এত লাফালাফি করাটা আপনার ঠিক হয়নি।’