দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ১৯তম এশিয়ান গেমসের ফান রান উদযাপন কাল - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, May 16, 2023

১৯তম এশিয়ান গেমসের ফান রান উদযাপন কাল

খেলার প্রতিবেদক :
২৩ সেপ্টেম্বর হতে ০৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত চায়নার হ্যাংজু শহরে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমস্ আয়োজনের প্রাক্কালে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং ১৯তম এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির যৌথ উদ্যোগে এশিয়ার দেশসমূহে ফান রান প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে। 


এরই অংশ হিসেবে গেমসের প্রচার-প্রচারণার জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক গৃহীত কর্মসূচী ঘোষণা দিতেই আজ দুপুর ১২টায় বিওএ ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং হ্যাংজু এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির নিম্নে বর্ণিত ৫ (পাঁচ) জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ দলের দলনেতা/ সেফ দ্য মিশন এ,কে,সরকার, উপমহাসচিব আশিকুর রহমান মিকু, ফান রান অর্গানাইজিং কমিটির সদস্য-সচিব এম বি সাইফ, বিওএ মহাপরিচালক ব্রিগে জেনা এম সামছ এ খান, বিএসপি,
এএফডব্লিউসি,পিএসসি,পিইঞ্জি,পিএইচডি (অব.), বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিওএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিদেশী ডেলিগেটগণ কর্তৃক হ্যাংজু এশিয়ান গেমসের উপর একটি কাউন্টডাউন প্রমোশনাল ভিডিও প্রদর্শন করা হয়।

ফান রান অনুষ্ঠানটি উদযাপন উপলক্ষে কাল ১৭ মে ২০২৩ নিম্নেবর্ণিত কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সকাল সাড়ে ৭টায় ফান রান র‌্যালী (বাংলাদেশ শিশু একাডেমি হতে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স, ঢাকা)। 

সকাল ৯টয় প্রীতি দৌড় প্রতিযোগিতা (পল্টন ময়দান)।

বেলা ২টায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট ষ্টেডিয়াম এবং শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ষ্টেডিয়াম পরিদর্শন।

ফান রান র‌্যালীতে খেলোয়াড়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীবৃন্দ, ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। র‌্যালীতে অংশগ্রহণকারীদের বিওএ হতে টি-শার্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে। র‌্যালি শেষে পল্টন ময়দানে প্রীতি দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং বিজয়ীদের এশিয়ান গেমসের অর্গানাইজিং কমিটি কর্তৃক সরবরাহকৃত স্মারক মেডেল প্রদান করা হবে।