এস্পানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা জিতেছিল বার্সেলোনা আগের ম্যাচেই। পেয়েছিল ট্রফি। ট্রফি পাওয়ার উদযাপন করেছে তারা ঠিক, কিন্তু ম্যাচের ফল ছিল না সুখের। নিজেদের মাঠে হেরে গেছে তারা।
কাম্প নউ যখন অপেক্ষা করছিল জয় দিয়ে শিরোপা উদযাপন করতে তখন ম্যাচটা হেরেই বসল কাতালানরা। রিয়াল সোসিয়েদাদের কাছে হার ২-১ গোলে।
৫ মিনিটেই গোল হজম করে বসে বার্সা। প্রতিপক্ষকে লিড এনে দেওয়া গোলটি করেন মিখেল মেরিনো।
গোলটি শোধ দেওয়ার পরিবর্তে উল্টো ৭২ মিনিটে আরেকটি গোল হজম করে এবারের চ্যাম্পিয়নরা। এবার সোসিয়েদাদের হয়ে গোলটি করেন আলেক্সাজান্ডার সারলোথ।
৯০ মিনিটে এক গোলের ব্যবধান কমান রবের্ত লেভানডভস্কি।
ম্যাচে হারলেও ট্রফি পাওয়ার পর সব ভুলে গিয়েছিল বার্সেলোনার খেলোয়াড়রা। শিরোপা নিয়ে উদ্যাপন করেছেন চ্যাম্পিয়নের মুহূর্তটা।
