দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ‘ছয় রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার সরকারের দায়িত্বহীনতা’ - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, May 16, 2023

‘ছয় রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহার সরকারের দায়িত্বহীনতা’

রাজনীতি প্রতিবেদক :
‘‘ ছয় রাষ্ট্রদূতের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত.. এটা আমার কাছে দুইটা জিনিস মনে হয়। একটা হচ্ছে, একটা চরম দায়িত্বহীনতা। কারণ এগুলোর ফলে যে আন্তর্জাতিক একটা সমস্যার সৃষ্টি হবে সেই সমস্যাটা বাংলাদেশের জনগনকেই কিন্তু এটা ভোগ করতে হবে। ফলে এই সিদ্ধান্ত দায়িদ্বহীনতা ছাড়া আমি কিছুই মনে করি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আত্মভরিতা-অহংকার কোন জায়গায় গিয়ে পৌঁছাতে পারে যেটা আপনার সবচেয়ে বড় ক্ষতি করতে পারে। ”- কথা গুলো বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ সব কথা বলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ সত্যিকথা বলতে কি আমরা বুঝতেই পারছি না… একটা মাত্র কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে যে, আমার কাছে মনে হয় যেটা আরকি… যে সম্ভবত এবার বিদেশে গিয়ে তিনি(প্রধানমন্ত্রী) ঠিক সেই রকম উপযুক্ত প্রটোকল পান নাই যে কারণে হয়ত এটা একটা প্রতিবাদ হিসেবে বা তার প্রতিশোধ হিসেবে আমরা দেখতে পারছি।”

তিনি বলেন, ‘‘ এটা তো দীর্ঘকাল ধরে তারা (রাষ্ট্রদূতরা) এই প্রটোকল পেয়ে আসছেন। হঠাত করে সেই প্রটোকলকে বাতিল করে দেয়ার অর্থটাই হচ্ছে যে, সামথিং ইজ ভেরি রং উইথ দিজ কান্ট্রিজ।”
‘‘ এটা আমাদের আন্তর্জাতিক সম্পর্কে ক্ষেত্রে নিসন্দেহে যাকেই জিজ্ঞাসা করবেন নিসন্দেহে একটা উত্তেজনা সৃষ্টি করবে, একটা সমস্যা সৃষ্টি করবে, একটা সংকট সৃষ্টি করবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা আমরা নিশ্চিত করে বলতে পারি। এটা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।”


‘বিএনপি উদ্বেগ’ প্রকাশ করেছে। সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ আমি এটাতে উদ্বিগ্ন। কুটনীতির বিষয়ে এটা আরো একঘরে করে তুলবে বাংলাদেশকে আমি মনে করি, বাংলাদেশের ক্ষেত্রে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ সমস্যাটা শুধু সরকারের না, সমস্যাটা তো আমাদের বাংলাদেশের জনগনের। কারণ এটার যে আফটার এ্যাফেক্টস সেই আফটার এ্যাফেক্টস বাংলাদেশের মানুষকে ভোগ করতে হবে।”


‘‘ আজকে ধরেন যুক্তরাষ্ট্র এই বিষয়ে পাল্টা কোনো ব্যবস্থা নেয় সেটা তো বাংলাদেশের মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, যুক্তরাজ্য পাল্টা যদি ব্যবস্থা নেয় সেটা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সৌদি আরব যারা সবসময় বাংলাদেশকে সহযোগিতা করছে তারা যদি কোনো ব্যবস্থা নেয় সেটা আমাদের জন্য ….., এমনকি দেখলাম যে, ভারতও এরমধ্যে রয়েছে, তাদেরকে রাখা হয়েছে, জাপান আছে, অস্ট্রেলিয়া আছে… যারা আমাদের সবচাইতে বড় উন্নয়ন সহযোগী তাদের জন্য এটা করা হয়েছে… নিসন্দেহে এটা বড় রকমের আমি মনে করি পরিবর্তন ঘটবে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সেটা কখনো কোনো শুভ ফল বয়ে আনবে না।”