দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া বিএনপি নেতার নামে মামলা, চলছে অভিযান - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, May 22, 2023

প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া বিএনপি নেতার নামে মামলা, চলছে অভিযান

জাতীয় প্রতিবেদক :
রাজশাহী পুঠিয়ার শিবপুর স্কুল মাঠে বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির অভিযোগ জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। বানেশ্বর ইউনয়ন শাখা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় গত রাত সোয়া ১২টার দিকে মামলাটি দায়ের করেন। 

মামলার বাদী আবুল কালাম আজাদ বলেন, বিএনপির জনসভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি সন্ত্রাসী কাজের মধ্যে পড়ে। চাঁদ একবার নয় দুইবার প্রধানমন্ত্রীকে কবরে পাঠাতে চেয়েছে। ইতিমধ্যে তার বিতর্কীত বক্তব্যটি ভাইরাল হয়ে  মানুষের হাতে হাতে। আবু সাঈদ চাঁদের বক্তব্য আমার ভালো লাগেনি। আমার কাছে এটা অপরাধ মনে হয়েছে। একারণে মামলা দায়ের করেছেন।

বাদী বলেন, মামলায় আবু সাঈদ চাঁদ এর নাম ঊল্লেখসহ যারা এই বক্তব্য সমর্থন করে হাততালি দিয়েছেন, উল্লাস প্রকাশ করেছেন তদন্ত করে তাদেরও এই মামলায় আসামি করার কথা বলা হয়েছে এজহারে।

এদিকে পুঠিয়া থানার ওসি তদন্ত আব্দুল বারী মামলার কথা স্বীকার করে বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

গত ১৯ মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী পুঠিয়ার শিবপুর স্কুল মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি জনসভার আয়োজন করে। জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এই জনসভায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।