দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ১৯তম এশিয়ান গেমস উপলক্ষে ফান রান অনুষ্ঠান আয়োজন - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Wednesday, May 17, 2023

১৯তম এশিয়ান গেমস উপলক্ষে ফান রান অনুষ্ঠান আয়োজন

খেলার প্রতিবেদক :
আগামী ২৩ সেপ্টেম্বর হতে ০৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস উপলক্ষে গেমসের প্রচার প্রচারণার অংশ হিসেবে আজ ১৭ মে সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক একটি বর্ণাঢ্য ফান রান র‌্যালী আয়োজন করা হয়। 

র‌্যালীটি সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ হতে আরম্ভ হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অবস্থিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এসে সমাপ্ত হয়। ফান রান র‌্যালীর শুভ উদ্বোধন করেন বিওএ’র মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা। 


বর্ণাঢ্য এই র‌্যালীতে বিভিন্ন ফেডারেশন/এসোসিয়েশনের জাতীয় ও প্রাক্তন খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ, সেনা, নৌ, বিমান, আনসার, পুলিশ ও অন্যান্য সংস্থার খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ, বিওএ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটি, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এবং বাংলাদেশে অবস্থিত চায়না দূতাবাসের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। 


র‌্যালীতে অংশগ্রহণকারীদের মাঝে বিওএ হতে টি-শার্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়। র‌্যালি শেষে পল্টন ময়দানে ১২টি ক্যাটাগরিতে বয়স ভিত্তিক প্রীতি দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের এশিয়ান গেমসের অর্গানাইজিং কমিটি কর্তৃক সরবরাহকৃত স্মারক মেডেল এবং স্যূভিনির প্রদান করা হয়।