আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি সিরিজ শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে। এবার ঘরের মাঠে আফগানিস্তানকে মোকাবেলার মিশন। ১০ জুন ঢাকায় পা রাখবে আফগান ক্রিকেট দল। আজ বিসিবি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া পাশাপাশি আফগান দলের সফর সূচীও নিশ্চিত করেছে।
১০ জুন ঢাকা এসে আফগান ক্রিকেট দল একদিন বিরতি দিয়ে ১২ ও ১৩ মিরপুরে অনুশীলন করবে। এরপর ১৪ জুন থেকে মিরপুরের উইকেটে সিরিজের একমাত্র টেষ্ট মাঠে গড়াবে।
১৯ জুন আফগান দল ভারতে চলে যাবে আর ফেরত আসবে কোরবানী ঈদের পর ১ জুলাই। এবার শুরু চট্টগ্রাম পর্ব, বন্দর নগরীতে ৩টি ওডিআই অনুষ্ঠিত হবে। ৩ ও ৪ জুলা্টি অনুশীলনের পর ৪ জুলাই সিরিজের প্রথম ওডিআই, ৮ ও ১১ জুলাই দ্বিতীয় ও শেষ ওডিআই অনুষ্ঠিত হবে।
টি২০ সিরিজের দুই ম্যাচ ১৪ ও ১৬ জুলাই সিলেটে অনুষ্ঠিত হবে বলে বিসিবি ঘোষণা করেছে।
