দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। নির্বাচনের নামে পাতানো খেলা খেলছে সরকার: নজরুল ইসলাম - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, December 17, 2023

নির্বাচনের নামে পাতানো খেলা খেলছে সরকার: নজরুল ইসলাম


জাতীয় প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীনরা পাতানো খেলা খেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


রোববার (১৭ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ’র মৃত্যুতে শোক জানিয়ে ঢাকার কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনের নামে পাতানো খেলা খেলছে সরকার। ক্ষমতাসীনদের শরিক ছাড়া একটি বিরোধী দলও এ নির্বাচনে অংশ নিচ্ছে না। ভিন্ন ভিন্ন প্রতীকে নৌকার প্রার্থীরাই অংশ নিচ্ছে। এটা সাজানো নাটক।

 
সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, জনগণ নির্বাচন করতে দেবে না; নির্বাচন নামের প্রহসনে অংশ নেবে না জনগণ।
 
 
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি নির্বাচন বিরোধী নয়, সত্যিকারের নির্বাচন হচ্ছে না বলেই বিএনপি অংশ নিচ্ছে না।
 

বিরোধীদল শূন্য নির্বাচন হচ্ছে জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ভোটের নামে সিট ভাগাভাগি চলছে। ক্ষমতাসীনরা গণতন্ত্রকে ধ্বংস করছে।

 
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৮ অক্টোবরের পর থেকে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছে দলটি।