দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কক্সবাজারে ‘রাডার’ মেয়াদোত্তীর্ণ, জোড়াতালি দিয়েও পাওয়া যাচ্ছে না সংকেত - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, December 9, 2023

কক্সবাজারে ‘রাডার’ মেয়াদোত্তীর্ণ, জোড়াতালি দিয়েও পাওয়া যাচ্ছে না সংকেত


আবহাওয়া প্রতিবেদক :
গভীর সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের আগাম সংকেতের তথ্য যথাযথ নিশ্চিত করতে পারছে না কক্সবাজার রাডার স্টেশন। যান্ত্রিক ক্রটির কারণে গত ৬ মাস ধরে একেবারে অচল এটি। ১০ বছরের ওয়ারেন্টিযুক্ত রাডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অনেকটা জোড়াতালি দিয়েও আর কাজ হচ্ছে না। 


১৯৬৯ সালে সুইডিশ শিশু কল্যাণ সংস্থা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কক্সবাজারে প্রথম রাডার স্টেশনটি স্থাপন করা হয়। ২০০৭ সালের ২২ এপ্রিল জাপান সরকারের ৫১ কোটির বেশি আর্থিক সহযোগিতায় রাডার স্টেশনটির সক্ষমতা বাড়ানোসহ আধুনিকায়ন করা হয়। কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউজের পাহাড়ের চূড়ায় অবস্থিত রাডার স্টেশনটি। সমতল ভূমি থেকে ২৬০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় প্রায় ১০০ ফুট উচ্চতা ভবনের উপর রাডারটি স্থাপন করা হয়। স্টেশনটি বাংলাদেশের আবহাওয়ার অবস্থান ও পূর্বাভাস দেয়ার পাশাপাশি আন্তর্জাতিক আবহাওয়ার আগাম সতর্কতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হতো। এ রাডারের মাধ্যমে পাওয়া তথ্য ভি-স্যাটের মাধ্যমে দ্রুততম সময়ে আবহাওয়া দপ্তর জানতে পারে। 


কক্সবাজার আবহাওয়া অফিসের তথ্যমতে এ রাডারের মাধ্যমে কক্সবাজার স্টেশন থেকে ৪০০ কিলোমিটার দূর পর্যন্ত সমুদ্র এলাকার আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা যেত। 'কিন্তু এটি অচল থাকায় সম্প্রতি ঘূর্ণিঝড় 'মিধিলি' কক্সবাজারে আঘাতের আগাম কোনো নোটিশ দিতে পারেনি আবহাওয়া বিভাগ। 


দেশে মোট ৫টি রাডার স্টেশনের মধ্যে পটুয়াখালীর খেপু পাড়া ও কক্সবাজারেরটি মূল ভূমিকা পালন করত। এগুলো ক্রমশ অচল হয়ে পড়ায় আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রকৃত তথ্য নেয়া যাচ্ছে না।  


দেশ ও জাতীয় স্বার্থে জনগুরুত্বপূর্ণ কক্সবাজারসহ সকল রাডার স্টেশন দ্রুত সচল করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সচেতন মহলের।