দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। কেরাণীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, December 15, 2023

কেরাণীগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট


জেলার খবর :
কেরাণীগঞ্জের বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে (একটি চিপস কারখানা) আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 


আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থালে পৌঁছে ফায়ার সার্ভিস। সেখানে সংস্থাটির ছয় ইউনিট কাজ করছে। যদিও প্রাথমিকভাবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।


এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।


তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে কেরানীগঞ্জ ধলেশ্বরী ১ নং নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। ওই খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৭টা ৫ মিনিটে।