আবারও বেড়েছে মুরগির দাম। ব্রয়লার, সোনালী ও দেশি সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে অন্তত ২০ টাকা। বেড়েছে ডাল, তেল, চিনি-আটা-ময়দার দামও। কমেনি শীতের সবজির দামও। তবে নির্ধারিত ৬৫০ টাকা দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস। এতে কিছুটা স্বস্তি সাধারণ মানুষের মাঝে। দাম যেন আর না বাড়ে-সেজন্য কঠোর বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।
রাজধানীর হাতিরপুল বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। গেলো সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বেড়েছে সোনালি মুরগির দামও। এজন্য ব্যবসায়ীদের নানা অজুহাত।
সবজির দামে অস্বস্তি ক্রেতাদের। তা মানতে নারাজ বিক্রেতারা। স্বস্তি নেই মুদিবাজারেও। বেড়েছে ডাল, আটা, চিনি ও ভোজ্যতেলের দাম। কোনো কোনো পণ্য ১০ থেকে ২০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ী সমিতি নির্ধারিত দামে বিক্রি করায় বেড়েছে গরুর মাংসের ক্রেতা। লাগামহীন বাজার সাধারণের নাগালে ফিরবে কবে? সেই প্রশ্ন ক্রেতাদের।
