দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। টি-টেনে হ্যাটট্রিকসহ আকিলের ফাইফার - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, December 9, 2023

টি-টেনে হ্যাটট্রিকসহ আকিলের ফাইফার


আবুধাবি প্রতিনিধি :
প্রথম ওভারেই আকিলের শিকার হয়ে পরপর তিন বলে সাজঘরে ফেরেন আন্দ্রেই গৌস, ডিওয়াল্ড ব্র্যাভিস ও ইবরাহীম জাদরান। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বাঁহাতি এই ঘূর্ণি জাদুকরের মায়াবী ঘূর্ণিতে ১ রানে ৩ উইকেট হারিয়ে বসে প্রতিপক্ষ স্যাম্প আর্মি। 


এখানেই শেষ নয়, আবুধাবি টি-টেনের প্রথম কোয়ালিফায়ারে নিজের দ্বিতীয় ওভারে এসে নেন আরও দুই উইকেট। এবার এই উইন্ডিজ স্পিনারের শিকার ফাফ ডু প্লেসি ও ইবরাহীম জাদরান। 


ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত আসর টি-টেনে হ্যাটট্রিকসহ ফাইফারের কীর্তি অর্জন করেন আকিল। দুই ওভার তথা ১২ বলে আকিল মাত্র ৬ রান দিয়ে নেন পাঁচ উইকেট। তার এমন বিধ্বংসী বলে স্যাম্প আর্মিকে হারিয়ে প্রথম সুযোগেই টি-টেনের ফাইনালের টিকিট কাটে নিউ ইয়র্ক। 


এর আগে ব্যাটিং করতে নেমে রহমানুল্লাহ গুরবাজের ঝড়ো ফিফটিতে ভর করে ১২১ রান করে নিউ ইয়র্ক। গুরবাজ ৫৬ রান করেন। আর স্যাম্প আর্মির হয়ে ২ উইকেট নেন কাইস।