আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আসন সমঝোতার আলোচনা এখনো চলছে। এরই মধ্যে জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন।
রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান করেন দলটির নেতাকর্মীরা।
জানা গেছে, জাতীয় পার্টিকে ২৬টি আসন ছাড় দেবে আওয়ামী লীগ। এই ছাড়ে বাদ পড়েছেন, দলের হেভিওয়েট প্রার্থী কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের, অ্যাডভোকেট সালমা ইসলাম এবং পীর ফজলুর রহমান।
বনানী পার্টি অফিসের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের দাবি, ৪০ সিট দিলে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। অন্যথায় হাইকমান্ডে নির্বাচন থেকে সরে আসতে অনুরোধ জানাচ্ছে তারা। তারা বলছেন, এভাবে নির্বাচন হয় না। আমাদের দাবি মানা না হলে আমরা নির্বাচনে যাব না।
নেতার স্লোগান দিচ্ছেন, জিএম কাদেরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না ইত্যাদি।
এদিকে নেতাকর্মীদের ভিড় দেখে জাতীয় পার্টির বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
