দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভাগাভাগির নির্বাচনে ঢাকায় ১ আসন জাতীয় পার্টির - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Sunday, December 17, 2023

ভাগাভাগির নির্বাচনে ঢাকায় ১ আসন জাতীয় পার্টির

জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের
রাজনীতি প্রতিবেদক :
জাতীয় পার্টিকে ২৬ টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১৮ আসনে ছাড় পেয়েছে দলটি। ঢাকার এই আসনে থাকছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। 


ছেড়ে দেয়া এই ২৬ আসনগুলো থেকে রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে আসন সমঝোতা নিয়ে দোলাচলের অবসান ঘটলো।


ঢাকায় হেভিওয়েট প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা এবং অ্যাভোকেট সালমা ইসলাম এর আসনে সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন কাজী ফিরোজ রশীদ।


ঢাকা-১৮ আসনে সমঝোতা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদেরের সাথে। যার কারণে এই আসনের সংসদ সদস্য হাবিব হাসানের মনোনয়ন প্রত্যাহার করতে হয়েছে। তবে এখানে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বীতা করবেন মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী। গত ৩০ নভেম্বর আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেছিলেন এই ব্যবসায়ী নেতা। আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত আসায় ঢাকা-১৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হন খসরু চৌধুরী।


হাবিব হাসানের মনোনয়ন প্রত্যাহারে ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির প্রার্থী শেরীফা কাদেরের সাথে লড়তে হবে তাকে।