দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বিএনপি কাল বিজয় র‌্যালি করবে - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Friday, December 15, 2023

বিএনপি কাল বিজয় র‌্যালি করবে


জাতীয় প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির ‘বিজয় র‌্যালি’ কাল শনিবার।এদিন দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি করবে দলটি। মালিবাগ, মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। এতে নেতাকর্মীদের ব্যাপক শোডাউন করার কথা রয়েছে। আত্মগোপনে থাকা নেতাদেরও অংশ নিতে বলা হয়েছে। র‌্যালিতে ঢাকা মহানগরসহ আশপাশের জেলার নেতাকর্মীও থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বেলা ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। এ কর্মসূচিতে অংশ নেবেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন নেতারা। পরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করবেন। 


বিএনপি নেতারা জানিয়েছেন, র‌্যালির বিষয়ে ডিএমপি থেকে তারা ইতোমধ্যে মৌখিক অনুমতি পেয়েছেন। তবে অনুমতির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান শুক্রবার রাত ৮টায় যুগান্তরকে বলেন, এখনো অনুমতি দেওয়া হয়নি। সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।