দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। বাড্ডায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা - Durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, December 16, 2023

বাড্ডায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা


ক্রাইম প্রতিবেদক :

রাজধানীর বাড্ডায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে বাড্ডার ময়নারবাগ জামে মসজিদের কাছে এই ঘটনা ঘটে।


নিহত সালমান খান (১৬) উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকার বাড্ডা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।


একই স্কুলের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।


বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী দ্য ডেইলি স্টারকে বলেন, গত বুধবার স্কুলের ফাইনাল পরীক্ষা চলাকালে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে 'বিরক্ত' করার অভিযোগ ছিল সালমানের বিরুদ্ধে।


আজ বিকেল সাড়ে ৩টার দিকে ময়নারবাগ জামে মসজিদের কাছে ডেকে নিয়ে সালমানের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে নবম শ্রেণির ওই শিক্ষার্থী।


সালমানকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।