আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা বাড়তে থাকায় যুদ্ধবিরতির আহ্বান জোরালো হচ্ছে। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ‘টেকসই যুদ্ধবিরতির’
আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। যদিও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনা দুই পক্ষের মধ্যে ‘অবিলম্বে ও স্থায়ী’ যুদ্ধবিরতির
আহ্বান জানিয়েছেন। রবিবার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ক্যাথরিন বলেন, অনেক বেশি বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন। গাজায় টেকসই
যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক।
যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় লেখা এক যৌথ নিবন্ধে দুই পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংঘাতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। হামাসের বিরুদ্ধে অভিযান দ্রুত, কিন্তু টেকসইভাবে শেষ করার
জন্য ইসরায়েলের ওপর চাপ বেড়েছে। তবে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। রবিবারও গাজার নুসেইরাত ও জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১০৫
ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এপর্যন্ত নিহতের সংখ্যা ১৮ হাজার ৮০০ জনের বেশি। তাদের ৭০ শতাংশই নারী ও শিশু।
