দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। ভারতে আইসিইউতে চিকিৎসাধীন নারীকে অচেতন করে ধর্ষণ! - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Tuesday, 27 February 2024

ভারতে আইসিইউতে চিকিৎসাধীন নারীকে অচেতন করে ধর্ষণ!


আন্তর্জাতিক ডেস্ক :
হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে ভারতের একটি বেসরকারি হাসপাতালে। অভিযুক্ত চিরাগ যাদব ওই হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। তাকে আটক করেছে পুলিশ।


পুলিশ জানিয়েছে, ফুসফুসে সংক্রমণের কারণে ওই নারী হাসপাতালে ভর্তি হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরের দিকে ইঞ্জেকশন দিয়ে তাকে অচেতন করে ধর্ষণ করে অভিযুক্ত।


সিসিটিভির ফুটেজে দেখা গেছে, নার্স চিরাগ যাদব ভিকটিমের বিছানায় যাচ্ছেন এবং পর্দা দিয়ে ঢেকে দিচ্ছেন। 


ভিকটিম নারী বলেন, অভিযুক্ত চিরাগ যাদব ভোর ৪টার দিকে তাকে ধর্ষণ করেছে। অভিযুক্ত ব্যক্তি তাকে অজ্ঞান করার জন্য একটি ইনজেকশন দিয়েছিল বলেও জানান তিনি। 


পুলিশ কর্মকর্তা বলেন, তার (ভিকটিম) স্বামী মোবাইলে কল দিলে জ্ঞান ফিরে পান ওই নারী। এরপর তিনি তার পরিবারের কাছে স্বাস্থ্য পরীক্ষার কথা জানান।


তিনি আরও বলেন, আমরা অভিযুক্তকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সিসিটিভির ফুটেজও পরীক্ষা করেছি; যাতে তাকে বিছানায় যেতে এবং পর্দা দিয়ে ঢেকে রাখতে দেখা যায়।

সূত্র: এনডিটিভি