দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। স্বাধীনতা দিবসে জয় উপহার দিতে চান বাংলাদেশ অধিনায়ক - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Monday, 25 March 2024

স্বাধীনতা দিবসে জয় উপহার দিতে চান বাংলাদেশ অধিনায়ক


খেলার খবর :

ফিফা বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) মাঠে নামবে দল দুটি। গত ২১ মার্চ কুয়েতে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এবার ঘরের মাঠে তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পালা।


ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। ২৬ মার্চ বাংলাদেশে একটি বিশেষ দিন। স্বাধীনতা দিবস। এমন দিনে ভক্তদের জয় উপহার দিতে চান জামাল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ জানালেন, বিশেষ এই দিনটিকে জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চান।


জামাল বলেন, ‘২৬ মার্চ আমাদের জন্য একটি বিশেষ দিন। এমন দিনে ম্যাচ। আমরা চাই দিনটি স্মরণীয় করে রাখতে। ফিলিস্তিনের বিপক্ষে একটি চমৎকার ম্যাচের অপেক্ষায় আছি। দেশের মানুষকে জয় উপহার দিতে চাই।’


এর আগে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘অ্যাওয়ে ম্যাচে যা হওয়ার হয়েছে। বড় ব্যবধানে ম্যাচ হেরেছি। তাই বলে আমাদের থেমে গেলে চলবে না। ম্যাচ বিশ্লেষণ করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আশা করি, ঘরের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।’