দূরন্ত বিডি ডটকম -----------স্বাগতম ২০২৫------------মানবতার কথা বলে ---------- durontobd.com--------ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই, “জুলাই” মনে রেখে ভোটের নিশ্চয়তা চাই, অর্থনৈতিক মুক্তি চাই। তামিমের সঙ্গে দ্রুতই বসবেন বিসিবি প্রধান - durontobd

সংবাদ শিরোনাম

.jpg

Saturday, 2 March 2024

তামিমের সঙ্গে দ্রুতই বসবেন বিসিবি প্রধান


খেলার ডেস্ক :

তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন কবে? আদৌ ফিরবেন কি? প্রশ্নগুলো অনেকদিন ধরেই ঘুরছে। দফায় দফায় উত্তর পাওয়ার আশা করেও আমাহত হতে হচ্ছে ক্রিকেট ভক্তদের। সদ্য শেষ হওয়া বিপিএলের পর ফের প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। আবারও বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


তামিমের নেতৃত্বে প্রথমবার বিপিএলের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক তামিম। তিনি নিজেও হয়েছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫ ম্যাচে করেছেন ৪৯২ রান। হয়েছেন টুর্নামেন্টসেরা। ফাইনালে গতকাল শুক্রবার (১ মার্চ) ফাইনালে উপস্থিত ছিলেন পাপন। ম্যাচ শেষে কথা বলেন তামিমের ফেরা নিয়ে।


বিসিবি সভাপতি বলেন, ‘আমরা তামিমকে ডাকব। ওর সঙ্গে আমার নিয়মিতিই কথা হয়। এখন তো একটা সিরিজ চলছে। এখন এসব নিয়ে কথা না বলাই ভালো। তামিমের সঙ্গে আগে জালাল ভাই ও সিরাজ ভাই বসবেন। তারপর আমি ওর সঙ্গে বসব।’


অন্যদিকে নিজের ফেরার ব্যাপারে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার সঙ্গে বোর্ডের বসার কথা ছিল। জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে কথা হয়েছে। আমি কাল (আজ) দেশের বাইরে যাব। আশা করি, ফিরে এসে আমরা বসব। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমার ফিরে আসার মাঝে অনেক কিছুই আছে। ব্যাপারটা এমন নয়, এলাম আর খেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। আমি হয়তোবা দুই বছর খেলব। তবে, খেলার মতো খেলতে চাই। বোর্ডের সঙ্গে যখন বসব, তাদেরকে কথাগুলো বলতে হবে।’